সাউদার্ন শাওলিন এসোসিয়েশন এর অধীনে চাইনিজ মার্শাল আর্টের ২টি পার্ট ঢাকার ২ শাখাতে ছেলেদের অনুশীলন করানো হয়। চাইনিজ মার্শাল আর্টের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিভাগ হল সাউদার্ন- যাতে অন্তর্ভুক্ত রয়েছে অনেক বিশ্ববিখ্যাত কুংফু স্টাইল। সাউদার্ন বিভাগের মধ্যে সাউদার্ন এনিম্যালস কুংফু আফতাবনগর শাখায় এবং ক্লাসিকাল উইংচুন কুংফু খিলগাঁও (ইনডোর) শাখায় অনুশীলন করানো হয়।
প্রথমত, একটি ইতিবাচক মানসিকতা যা সবার আগে প্রয়োজন। এর সাথে হতে হবে কর্মঠ যারা পরিশ্রমকে প্রাধান্য দেয় এবং সময়কে মুল্যায়ন করে। আপনি যদি মনে করেন আপনি অলস বা আপনি পরিশ্রমকে ভয় পান, কেউ ভালো পরামর্শ দিলে রেগে যান, সবার সাথে মিলে চলতে পারেন না ফলে আপনার কাছের মানুষ আপনাকে দেখলে এড়িয়ে যায় এবং অন্যের সাথে ভালো ব্যবহার ও সম্মান দেখাতে পারেন না, তবে দুঃখিত। আপনার জন্য সাউদার্ন শাওলিন এসোসিয়েশন নয়। এখানে আসতে হলে অবশ্যই নিজেকে সংশোধন করে আসতে হবে। উপরের নেতিবাচক স্বভাবগুলো যাদের মধ্যে আছে তারা মার্শাল আর্টের মত কল্যানকর শিল্প অনুশীলন করেও মার্শাল আর্টকে অকল্যানকর বানিয়ে ফেলে। আর এমনটাই এখন বাংলাদেশে বেশি হচ্ছে।
দ্বিতীয়ত, আপনার পছন্দমত মার্শাল আর্টের যেকোন স্টাইল শিখুন, এতে কোন সমস্যা নেই। উইং চুন কুংফু শিখতেই হবে বা এটা শিখলেই সব পারবেন এটা ভুল। মনোযোগ দিয়ে শিখলে যেকোন স্টাইল ভালো করা সম্ভব। আর আপনার মাস্টার যদি স্কিলড মাস্টার হয়ে থাকেন তবে সেটা আরো ভাল। তবে এটাও সত্য উইংচুন কুংফুতে বাড়তি কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোন স্টাইলে খুজে পাওয়া যায়না।
অন্য কোন ক্লাবে অনুশীলন করে থাকলে আমাদের কাছে আসবেন না। যদি এমন হয়, আগে অনুশীলন করতেন এবং কমপক্ষে ৬ মাস হয়েছে আপনি কোথাও অনুশীলন করেন নি, সেক্ষেত্রে আমাদের ক্লাবে এসে ভর্তি হতে পারবেন। অন্য ক্লাবে বর্তমানে অনুশীলন করছেন এমন কাউকে আমরা ভর্তি নেইনা। যদি আমরা এমন শিক্ষার্থীদের ভর্তি নিতাম তাহলে হয়তো আমাদের অনেক শিক্ষার্থী থাকতো কিন্তু এর সাথে সাথে অন্যান্য ক্লাবের সাথেও তর্ক-বিতর্ক লেগেই থাকতো। এতে আমাদের শিক্ষার্থীরাও অসুস্থ মানসিকতার পরিচয় পেত। বর্তমানে বাংলাদেশের মার্শাল আর্ট চালায় অধিকাংশ (স্বভাবগত) মুর্খরা। শিক্ষিত মাস্টারদের মধ্যে অধিকাংশকে পাওয়া যায় অহংকারী, যারা অন্যের ভালো দেখলেই হিংসা করে। কোন নতুন ছাত্র আসলেই এ শ্রেনীর শিক্ষকরা অন্য শিক্ষকদের সম্পর্কে এবং যে মার্শাল আর্ট তারা নিজেরা জানে না সে মার্শাল আর্ট সম্পর্কে ভুল ধারনা দিয়ে দেয়। এরাই একটি সম্ভাবনাময় সুস্থ ধারার শিক্ষার্থীদের বেজ একদম নষ্ট করে দিচ্ছে। এই অসুস্থ ধারার শিক্ষার্থীরা কখনোই অন্যের ভাল সহ্য করতে পারেনা। উলটো মার্শাল আর্ট শিখে স্বভাব চরিত্র আগের চেয়ে খারাপ হয়। আমরা সাউদার্ন শাওলিন এসোসিয়েশন হয়তো আপনার চাহিদা মতো ১০০% দিতে পারবোনা। কিন্তু আমরা অনেকের মধ্যে ভিন্ন মাত্রায় এগিয়ে যাওয়ার চেষ্টা করি সবকিছু মিলিয়ে। ভালো মানসিকতার শিক্ষার্থীদেরকে ভালো অনুশীলন করানোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব।